News and Events

শাবিপ্রবিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Date : 24 Feb 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে, যা ভবিষ্যতে তাদের পথচলায় সহায়ক হবে।”


তিনি আরও বলেন, “আমি চাই তোমাদের মধ্যে খেলোয়াড়সুলভ আচরণ বজায় থাকুক এবং প্রতিটি ইভেন্ট উপভোগ্য হোক। বিজয়ীদের আমি অভিনন্দন জানাই, তবে যারা বিজয়ী হবে না, তাদের জন্য আরও বেশি শুভকামনা রইল, যাতে তারা আগামী বছরের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।”


বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ আয়োজনে অংশ নেন।