News and Events

শাবিপ্রবিতে “অফিস ব্যবস্থাপনায় সুশাসন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Date : 18 Feb 2025

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর ২.৩০ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মিনি অডিটোরিয়ামে আইকিউএসি এর আয়োজনে “অফিস ব্যবস্থাপনায় সুশাসন”- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, সুশাসন মানে শুধুমাত্র সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নয়; এর পাশাপাশি দক্ষতা ও ভালো ব্যবহারের নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, ভালো ব্যবহার সুশাসনের অন্যতম প্রধান মানদণ্ড। এ বিশ্ববিদ্যালয়ে যেকোনো সেবা গ্রহণকারী যেন সর্বোচ্চ মানের সেবা পান, তা নিশ্চিত করতে সকলকে সদাচরণ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ দক্ষ এবং তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম। কর্মশালায় শাবিপ্রবির সকল বিভাগ/দপ্তরের নবম এবং তদূর্দ্ধ গ্রেডের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু।