শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ মঙ্গলবার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এবং গবেষণা ও উদ্ভাবনী প্রতিষ্ঠান বায়োটেডের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, "এ ধরনের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত। যে সমস্যা সমাধান করা সম্ভব, তা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে দেওয়া উচিত নয়। প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বদা উত্তম। যদি আমরা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিরোধের পথে এগিয়ে যেতে পারব। অসুস্থতা কোনোভাবেই কাম্য নয়, তাই এই প্রোগ্রামের বিষয়ে সকলকে সচেতন করতে হবে।" তিনি প্রোগ্রামের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন। এছাড়াও, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সওগাতুল ইসলাম কি-নোট স্পিকার হিসেবে থ্যালাসেমিয়া রোগ এবং এর প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন।
Copyright © 2025