শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের ওয়েবসাইট এবং অটোমেশন সিস্টেমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এই নতুন সিস্টেমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ল্যাব এবং ক্লাস রুম পরিদর্শন করেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে যাতে তাদের উপর কোনো মানসিক চাপ না পরে।
উল্লেখ্য, এই নতুন ওয়েবসাইট এবং অটোমেশন সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আরও সহজে তথ্য আদান-প্রদান করতে পারবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
Copyright © 2025