আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর সোশ্যাল সায়েন্সেস বিল্ডিং এর টিচার্স লাউঞ্জে আইকিউএসি এর আয়োজনে A workshop on good governance, sharing views and opinion with office management - শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আমি বিশ্বাস করি এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য সুশাসন এবং অফিস ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সহায়ক হবে। আমি এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী। কর্মশালায় শাবিপ্রবি’র সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর এবং প্রভোস্ট অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু।
Copyright © 2025