News and Events

শাবিপ্রবিতে 'স্পোর্টস সাস্ট ফুটবল সুপার লীগ-২০২৫’ টুর্নামেন্টের উদ্বোধন

Date : 12 Feb 2025

শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এর আয়োজনে 'স্পোর্টস সাস্ট ফুটবল সুপার লীগ-২০২৫’ টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে এই ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.এ.এম.সরওয়ারউদ্দীন চৌধুরী। 


ট্রফি উন্মোচনকালে স্পোর্টস সাস্টের এই অসাধারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষ নিয়ামানুবর্তিতা, শিষ্ঠাচার ও শৃঙ্খলা শিখে। খেলাধুলা শরীরের ফিটনেস ও শরীর সুস্থ রাখে। এছাড়া খেলাধুলা শিক্ষার্থীদের মাদক সেবনসহ যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার জন্য আহ্বান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান স্যার ও স্পোর্টস সাস্টের উপদেষ্টা অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার সালমা আক্তার।


স্পোর্টস সাস্ট ফুটবল সুপার লীগ -২০২৫ এর আহবায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন তানজিদ রহমান অপূর্ব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছে রেদোয়ানুল করীম।