আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাইচি হায়াশি, টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রকল্প গবেষক ড. কাজুও সাইতো এবং কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক গবেষক সাঈদ আহমেদ চৌধুরী।
সাক্ষাতকালে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষা ও গবেষণার ক্রমাগত উন্নতির কথা তুলে ধরেন। এছাড়া বৈঠকে উপস্থিত দুই পক্ষই ভবিষ্যতে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন আয়োজনের ব্যাপারে তাদের সম্মতির কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভােেগর প্রধান সহযোগী অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং স্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত।
Copyright © 2025