News and Events

নর্থ ইস্ট মেডিকেল কলেজে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

Date : 04 Feb 2025

আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ১১টায় নর্থ ইস্ট মেডিকেল কলেজে এন্ড হাসপাতাল, সিলেটে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিক সনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং উন্নত গবেষণার উপর জোর দেন। স্বাস্থ্যকর খাবার গ্রহণের জন্য সবাইকে পরামর্শ দেন। বিশেষ করে সুগার ও তেল খাওয়ার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। 

এছাড়া তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, যখন একজন মানুষ শুনতে পায় তার ক্যান্সার হয়েছে তখন জীবিত থাকা অবস্থায় মৃতের মত হয়ে যায়। সুতরাং তাদের সাথে সেবার মানসিকতা নিয়ে ভাল ব্যবহার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কর্নেল সাইদা নাজরীনা, এডিএমএস, সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশন, সিলেট ক্যান্টনমেন্ট।