আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে Data and SWOT Analysis of Sub-project Proposal Writing -এর উপর কর্মশালা (৪র্থ দিন) আইকিউএসির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, সকল গবেষক প্রপোজাল জমা দেবেন। আমরা প্রপোজাল এমন করে তৈরি করব যাতে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রজেক্ট পাই। গবেষণায় ভালো করার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. শহীদুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।
কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু।
কর্মশালায় স্কুল অব এপ্লাইড সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
Copyright © 2025