News and Events

শাবিপ্রবিতে এপোস্টিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Date : 03 Feb 2025

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর ১২ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটুআই’র আয়োজনে এপোস্টিল বিষয়ক কর্মশালা আইআইসিটি ভবনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান।

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও চাকরি গ্রহণের জন্য সনদপত্রসহ অন্যান্য ডকুমেন্ট ম্যানুয়ালি সত্যায়ন করা কষ্টসাধ্য বিষয়। এতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এপোস্টিল পদ্ধতি চালুর মাধ্যমে সেসব সমস্যা ও ভোগান্তি দূর হবে।

তিনি আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ও চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য ‘এপোস্টিল’ পদ্ধতিতে অনলাইনে সনদ সার্টিফিকেট সত্যায়ন চালু করা অত্যন্ত জরুরি। ‘এপোস্টিল’ পদ্ধতিতে সার্টিফিকেট সত্যায়ন করা হলে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে এবং তাদের ভোগান্তি কমবে। তিনি এই কর্মশালায় সংশ্লিষ্টদের আন্তরিকতভাবে ধন্যবাদ জানান।

এ কর্মশালায় সিলেট বিভাগের ৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহণ করেন।