News and Events

শাবিপ্রবির পিএসএস বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

Date : 31 Jan 2025

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের উদ্যোগে আয়োজিত ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের ও জুলাই বিপ্লবের শহীদদের স্বরণ করে বিশেষ সহকারী প্রফেসর ড. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, যা দেশেকে নতুন রূপ দিয়েছে। 

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী অভিবাসনের বৃদ্ধি নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে এসেছে, যার ফলে আন্তর্জাতিক সম্পর্কগুলি গুরুত্ব দেওয়া অপরিহার্য হয়ে উঠেছে। জাতীয় স্থিতিশীলতা এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য এখন আগের চেয়েও বেশি রাজনৈতিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষার্থীদের ইংরেজি শেখার জন্যও উৎসাহিত করেন। শিক্ষিত বেকার হওয়া রোধ করতে সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেবে।


সফলভাবে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করেেেছন।

দুই দিনব্যাপী এ সম্মেলনের দুইটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি চীন, হংকং, ইতালি, মালদ্বীপ, পাকিস্তান, ভারত, নেপালের গবেষকরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে ৫০০ জন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. দিলার রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন। উদ্বোধনী সেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, প্রোগ্রাম সঞ্চালনা করেন সম্মেলন আয়োজক কমিটির সহ- আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও প্রোগ্রামের সূচনা বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম-সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাহাবুল হক।