News and Events

আন্তঃবিভাগ ক্রিকেট (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা - ২০২৫ এর শুভ উদ্বোধন

Date : 23 Jan 2025

আজ ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ সকাল ৯টায় শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা - ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড.  মো. ইসমাইল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলার আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। কারন আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পরিশেষে প্রতিযোগিতার সুন্দর ও সুশৃঙ্খল সমাপ্তি কামনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ এছাক মিয়া, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ। উদ্বোধনী খেলা পেট্রোলিয়াম এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ওশেনোগ্রাফি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।