আগামী ২৯, ৩০, ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখসমূহে ৪ দিনের সরকারি সফরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৯ জানুয়ারি প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (সমন্বয়ক) সাথে সৌজন্য সাক্ষাৎ।
আগামী ৩০ জানুয়ারির কর্মসূচির মধ্যে রয়েছে শাবিপ্রবি পরিবার কর্তৃক সংবর্ধনা এবং মতবিনিময়, ছাত্রছাত্রীদের জন্য ১০০০ আসন বিশিষ্ঠ ২টি আবাসিক হল নির্মাণ কাজের উদ্বোধন এবং শিক্ষক-কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ।
এছাড়া ৩১ জানুয়ারির কর্মসূচির মধ্যে রয়েছে রাজনীতি, সমাজ এবং উন্নয়ন বিষয়ে সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠেয় প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং ডিন, বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা।
তিনি ১ ফেব্রুয়ারি মিনি অডিটরিয়ামে অনুষ্ঠেয় গবেষণা ও উদ্ভাবন বিষয়ক ১২তম বার্ষিক সম্মেলন-২০২৪ এ অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।
Copyright © 2025