News and Events

" Role of Small Scale Fishers and Coastal and Marine Ecosystem in Bangladesh " শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত

Date : 23 Jan 2025

আজ ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ সকাল ১০টায়  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট-এর  আইআইসিটি বিল্ডিংয়ের ৯ম  তালার ৯৩১ নম্বর রুমের কনফারেন্স  হলে  ওশেনোগ্রাফি বিভাগ এবং  জার্মানির এইচএনইই- এবার্সওয়েল্ড ইউনিভার্সিটি  ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের আয়োজনে " Role of Small Scale  Fishers and Coastal and Marine Ecosystem  in Bangladesh " শীর্ষক কর্মশালার উদ্বোধনী  অনুষ্ঠিত  হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। 

 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপকূলীয়  ও সামুদ্রিক  সম্পদ আহরনে প্রয়োজন সঠিক গবেষণা এবং কার্যকর কর্মপরিকল্পনা।  আমরা জানি আমাদের দেশের বিশাল এক সামুদ্রিক অঞ্চল রয়েছে। যথাযথ কর্মপরিকল্পনায় এ অঞ্চল হতে পারে  বিশাল আয়ের উৎস। আজকের আয়োজন সময়োপযোগী  এবং এ আয়োজনের সফলতা কামনা করছি ।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কোষাধ্যক্ষ  অধ্যাপক  ড. মো. ইসমাইল হোসেন, কম্পিউটার  এন্ড ইনফরমেশন  সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমদ।

 কর্মশালায় রিসোর্স  পারসন হিসেবে উপস্থিত  ছিলেন জার্মানির এইচএনইই- এবার্সওয়েল্ড ইউনিভার্সিটি  ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গবেষক টিল হেইটম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন  ওশেনোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান ড. সুব্রত সরকার।