News and Events

শাবিপ্রবি উপ-রেজিস্ট্রার আবু হেলাল চৌধুরী ও সিনিয়র ফটোকপি মেশিন অপারেটর মো. ইকবাল আহমদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

Date : 14 Jan 2025

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) সময় বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন-১ এর সভা কক্ষে উপ-রেজিস্ট্রার আবু হেলাল চৌধুরী ও সিনিয়র ফটোকপি মেশিন অপারেটর মো. ইকবাল আহমদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রেজিস্টার দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। 

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, রেজিস্ট্রার দপ্তরের বিদায়ী দুইজন সহকর্মীকে মোবারকবাদ জানাই। তারা সচেতন ভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি। একটা সময় আমাদের সবাইকে কর্মস্থল থেকে বিদায় নিতে হবে। এটা প্রাকৃতিক ঘটনা প্রবাহের মত। এসব চিন্তা করলে এক ধরনের মানসিক পবিত্রতা চলে আসে। 

উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের সবাইকে দায়িত্ব পরায়ণ হতে হবে। আমরা যেন সেবার মানসিকতা নিয়ে কাজ করি। আমরা সম্মিলিত ভাবে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করব। দীর্ঘ সময় একসাথে কাজ করলে নানা অনুভূতির সম্মুখীন হতে হয়। কোন ধরনের ভুল হয়ে গেলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং উপ-রেজিস্ট্রার আ. ফ. ম মিফতাউল হকের সঞ্চালনায় বক্তব্য দেন মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, উপ-রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, উপ-রেজিস্ট্রার আতাউর রহমান, উপ-রেজিস্ট্রার আফরোজ সুলতানা, উপ-রেজিস্ট্রার মো. ফয়ছল আহমদ এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শিব্বির আহমদ। 

প্রসঙ্গত, আবু হেলাল চৌধুরী ২৬ ফেব্রয়ারী, ২০০৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ৩০ ডিসেম্বর, ২০২৪ সালে তিনি উপ-রেজিস্ট্রার হিসেবে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি ৩১ ডিসেম্বর, ১৯৯৭ থেকে ২৫ ফেব্রয়ারী, ২০০৪ তারিখ পর্যন্ত কুলাউড়া সরকারী কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন। এছাড়া মো. ইকবাল আহমদ ৫ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এম,এল,এস,এস হিসেবে যোগদান করেন এবং ১৮ জানুয়ারি, ২০২৫ সালে তিনি সিনিয়র ফটোকপি মেশিন অপারেটর হিসেবে অবসর গ্রহন করবেন ।