বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ও ধ্বনি প্রকাশন এর উদ্যোগে ‘ ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার গণঅভুত্থানের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। সেমিনারে সভাপতিত্ব করেন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার ছাত্রদের উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে যা কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য সরকারিভাবে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্য ও শিক্ষার দিকে নজর দিতে হবে। আমাদের দেশে কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ, স্ট্যান্ডার্ড ওয়ান এবং স্ট্যান্ডার্ড টু এগুলো করে বাচ্চাদের চার বছর নষ্ট করে দেওয়া হয়। এতে করে বাচ্চাদের বয়স বেড়ে যায়, যার ফলে লেখাপড়ার আগ্রহ কমে যায়। এ জায়গাগুলো চিহ্নিত করে কাজ করতে হবে। দেশের স্কুলগুলো যেন পাঁচ বছর হলে বাচ্চাদের সরাসরি ক্লাস ওয়ানে ভর্তি করে।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। প্রতিটি হাসপাতালে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা পায়। সবাই যদি সমান চিকিৎসা সেবা পায় তাহলে ২৪-এর বিপ্লব সফল হবে । সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজানো উচিত।
শিক্ষা মন্ত্রণালয়ের সাফল্য কামনা করে ভাইস চ্যান্সেলর বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্পেস সংকট আছে। প্র্যাক্টিকাল ক্লাস, ল্যবরেটরি করা যাচ্ছে না। এগুলো আমরা সংস্কারের চেষ্টা করছি। আশা করি স্যারের সহযোগিতায় সবগুলো একাডেমিক ভবন করতে পারব। সবশেষে এধরণের প্রোগ্রাম আয়োজনের জন্য ছাত্রকল্যাণ ট্রাস্ট ও ধ্বনি প্রকাশনির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের উপর বিশেষ ক্যালেন্ডার -২০২৫ এর মোড়ক উন্মোচন করা হয়।
Copyright © 2025 SUST | Powered By Swapnoloke