আজ ২০ মার্চ, ২০২৪ তারিখ সকাল ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এর ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ভার্চুয়াল ল্যাব কক্ষে আইসিটি ডিভিশনের আয়োজনে ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্হাপনে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা প্রদান বিষয়ক সচেতনামূলক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পরিবেশগত এবং সামাজিক সুরক্ষার ব্যাপারসমূহ বিবেচনায় নিতে হয়। যদি পরিবেশগত এবং সামাজিক সুরক্ষার বিষয় বিবেচনায় না নিয়ে কোনো প্রকল্প সম্পন্ন করা হয় তাহলে সে প্রকল্প সফলতার মুখ নাও দেখতে পারে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোন প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত এবং সামাজিক সুরক্ষার বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-পরিচালক ড. মনসুর আলম।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke