জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর " মেমোরি অফ দ্য ' ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার" - এ অন্তর্ভুক্তির মাধ্যমে " বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর " স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "আনন্দ শোভাযাত্রা" আয়োজন করা হয়।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke