আজ ০৭ ডিসেম্বর, ২০১৭ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বিকাল ৩ টায় প্রশাসন ভবন ২ এর সভাকক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও Yuan Ze University, Taiwan এর মধ্যে এক Memorandum of Understanding (MoU) চুক্তি সাক্ষরিত হয়। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং Yuan Ze University, Taiwan এর পক্ষে Prof. Ching-Pu Chen। চুক্তির শর্ত অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিনিময় করবে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke