News & Events

শাবিপ্রবি প্রশাসনের সাথে ইবিএফসিআই প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date : 05 Oct 2024

আজ শনিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ইউরোপীয় ব্যবসায় ফেডারেশন ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর ইবিএফসিআই প্রতিনিধিদলের সদস্যদেরকে ধন্যবাদ জানান এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কার্যক্রমের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রতিনিধিদলের সদস্যদের বলেন, আমাদের শিক্ষার্থীরা মেধাবী। আপনারা যদি তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তাদের মেধার আরও বিকাশ ঘটবে এবং দেশ উপকৃত হবে। আমি মনে করি, আপনারা যেসব প্রস্তাব করেছেন সেগুলো বাস্তবায়নের জন্য এ বিশ্ববিদ্যলয় সঠিক প্রতিষ্ঠান । তিনি আরও বলেন, বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি তা হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বক্তব্যের শুরুতেই প্রো-ভাইস-চ্যান্সেলর জুলাই বিপ্লবের শহীদদের আত্নার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনা করেন। তিনি এই বিপ্লবে এখনো যারা নিখোঁজ আছেন তাদের দ্রুত সন্ধান প্রত্যাশা করেন। ইবিএফসিআই-এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিনের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল এ সভায় যোগদান করেন। সভায় তারা শিক্ষাক্ষেত্রে পারস্পারিক কোলাবরাশনের জন্য চুক্তি স্বাক্ষরের মধ্যে সবকিছু সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিনিধিদলকে অভিহিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং ক্যাম্পাসে প্রতিনিধিদলের সদস্যদের অভিনন্দন জানান। সভায় ডিনবৃন্দ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।