আজ ২৩ এপ্রিল ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১১ টায় প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে সহায়ক, সাধারণ ও পরিবহন কর্মচারীদের বীমাভুক্ত করার বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। চুক্তিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং প্রগ্রতি লাইফ ইনসুরেন্সের পক্ষে প্রগতি লাইফ ইনসুরেন্সের লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম ভূইয়া স্বাক্ষর করেন। প্রধান অতিথি বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আজকের এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই স্বাস্থ্য বীমার আওতায় চলে আসলো। আমরা আরো আগেই শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষকদের জন্য স্বাস্থবীমা চালু করেছি এবং এর সুফল সবাই ভোগ করছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আলমগীর কবির, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি শাহজাহান সিরাজ, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ, প্রগতি লাইফ ইনসুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম ভূইয়া। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট , ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হিসাব পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025