News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Date : 13 Mar 2018

আজ ১৩ মার্চ, ২০১৮ তারিখ বিকাল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে যৌন নিপীড়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাশনাল উইমেন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, যৌন নিপীড়নের ব্যাপারে এ বিশ্ববিদ্যালয় সবসময় ‘জিরো টলারেন্স’ দেখাবে এবং যৌন নির্যাতনের কোন সামান্য অভিযোগ পাওয়া গেলে আমরা কঠোর ব্যবস্থা নিব। যৌন নিপীড়নকারী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। তবে এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করতে হবে।