News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ IQAC এর আয়োজনে "Workshop on Post Self Assessment Improvement Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Date : 20 Mar 2018

আজ ২০ মার্চ, ২০১৮ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ Institutional Quality Assurance Cell (IQAC) এর আয়োজনে সকাল ১০টায় Workshop on Post Self Assessment Improvement Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে সময়পোযোগী ও ত্বরান্বিত করতে Workshop on Post Self Assessment Improvement Plan শীর্ষক কর্মশালা অনন্য ভূমিকা রাখবে। এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে ইতোমধ্যে সল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা গুলো শিক্ষা, গবেষণা, গবেষণাগার ও অবকাঠামোগত। পরিকল্পনা গুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।