শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সুশাসন (অফিস ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর দিলারা রহমান, রেজিস্ট্রার মোঃ ইশফাকুল হোসাইন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ সাদিকুন্নবী চৌধুরী ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক শেখ আবুল হাসান।
Copyright © 2025