News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ রসায়ন বিভাগে Workshop on Strategies For Effective Teaching-Learning of Chemistry শীর্ষক কর্মশালা

Date : 21 Mar 2018

আজ ২১ মার্চ, ২০১৮ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল ১০টায় রসায়ন বিভাগের ২০১ নং কক্ষে Workshop on Strategies For Effective Teaching-Learning of Chemistry শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, টিচিং লার্নিং একটি উভয়মুখী প্রক্রিয়া। প্রক্রিয়া বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয়ে একটি পরিপূর্ণ টিচিং-লার্নিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।