বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আজ ২২ মার্চ, ২০১৮ তারিখ সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে র্যালীটি প্রশাসন ভবন-২ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সম্মুখে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, স্বাধীন বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে আছে। শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ও প্রযুক্তি, খাদ্য নিরাপত্তাসহ প্রায় সবক্ষেত্রেই আমরা অনেক এগিয়ে আছি।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke