আজ ১৭ এপ্রিল, ২০১৮ তারিখ সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ৭ই মার্চের ভাষণ ও একটি জাতি-রাষ্ট্রের সৃষ্টি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি মূল প্রবন্ধে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চে ভাষণ বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণ। বিশ্বের অন্যান্য জাতীয় নেতাদের শ্রেষ্ঠ ভাষণগুলোর প্রায় সব ভাষণই ছিল লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর সে ভাষণ ছিল অলিখিত। এই একটি ভাষণই একটি জাতি-রাষ্ট তথা বাংলাদেশ সৃষ্টি করেছে যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke