News & Events

শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে হস্তান্তর অনুষ্ঠান উপভোগ

Date : 04 May 2024

আজ ৪ মে, ২০২৪ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল রুমে বেলা ১১ টায়জাতীয় জাদুঘরের নিকট শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রমুখ। উল্লেখ্য শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর আত্তীকরণ পরবর্তী লাইভ অনুষ্ঠান আজ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।