আজ ১৬ মে, ২০১৮ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আধুনিক ভাষা ইনস্টিটিউট এর আয়োজনে ভাষার রাজনীতিঃ বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয় শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাতৃভাষার জন্য এদেশের সূর্য সন্তানরা জীবন দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি। বিশ্বায়নের এযুগে অন্যান্য ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা থাকলেও মাতৃভাষা বাংলার গুরুত্ব যাতে অক্ষুন্ন থাকে, সে দিকে আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke