News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ ছাত্র-ছাত্রীদের জন্য ২টি নতুন বাস শুভ উদ্বোধন

Date : 29 Jul 2018

আজ ২৯ জুলাই, ২০১৮ তারিখ বিকাল সাড়ে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ছাত্র-ছাত্রীদের জন্য ২টি নতুন বাস শুভ উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের পরিবহনের জন্য বাস সংকট দীর্ঘ দিনের সমস্যা । আমি দায়িত্ব নেয়ার পর থেকে এ সমস্যা সমাধানে তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় এবং প্রশাসনের সকলের সহযোগিতায় ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করে ছাত্র-ছাত্রীদের জন্য ২টি নতুন বাস চালু করা হল। এবছরের মধ্যে নতুন আরও ৪টি বাস ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।