প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার চর্চা ও প্রয়োগ, ফলাফল্ ভিত্তিক কর্মসম্পাদন , স্বচ্ছতা ও জবাব্দিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রদান, সিটিজেন চার্টার প্রণয়ন ও বাস্তবায়ন এবং ইনোভেশন টিম গঠন এর নিমিত্তে এ বিশ্ববিদ্যালয়ের জন্য কোর কমিটি গঠন করা হয়েছে। ১।অতিরিক্ত পরিচালক, (প. ও উ.) এবং NIS ফোকাল পয়েন্ট, শাবিপ্রবি - আহবায়ক ২। জনাব মো. ফজলু্র রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার (জনসংযোগ) ও তথ্য অধিকার কর্মকর্তা, শাবিপ্রবি - সদস্য ৩। জনাব মুর্শেদ আহম্মেদ, উপ-পরিচালক, হিসাব দপ্তর, শাবিপ্রবি - সদস্য ৪। জনাব মো. ফখর উদ্দিন, সহকারী পরিচালক, হিসাব দপ্তর, শাবিপ্রবি - সদস্য ৫।জনাব মো. হেলাল হোসেন দেওয়ান, সহকারী পরিচালক, হিসাব দপ্তর, শাবিপ্রবি - সদস্য ৬। জনাব শাহাদত হোসেন চৌধুরী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা (জনসংযোগ), শাবিপ্রবি - সদস্য ৭। জনাব আ.ফ.ম. মিফতাউল হক, উপ-রেজিস্ট্রার (জনসংযোগ), শাবিপ্রবি - সদস্য-সচিব
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke