News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ আইকিউএসি এর উদ্যোগে "Conference on Quality Assurance in Higher Education and Activities Of IQAC” শী

Date : 17 Sep 2018

আজ ১৭ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ সকাল ১০.০০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)- উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিনি অডিটরিয়ামে ÒConference on Quality Assurance in Higher Education and Activities Of IQAC” শীর্ষক কর্মশালার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথী উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্রিডিটেশান কাউন্সিল এর প্রধান প্রফেসর ড. মিসবা উদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মিসবা উদ্দীন আহমেদ বলেন, জ্ঞান , আচরণ ও দক্ষতা, এই তিনটি বিষয়ের অনন্য সমন্নয়ের ফলেই গুনগত শিক্ষা ব্যবস্থা নিশ্চত হবে। আর এই বিষয়গুলোর মান উন্নয়নের জন্য আইকিউএসি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।