News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের নবীনবরণ অনুষ্ঠান

Date : 19 Sep 2018

আজ ১৯ †m‡Þ¤^i, ২০১৮ তারিখ বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের সেন্ট্রাল অডিটরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট ভাল অবস্থান রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ফোরামে এ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হয়। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে গর্ব করি। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। আইপিই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুশতাক আহমদ, আইপিই বিভাগের শিক্ষক প্রফেসর মোহসিন আজিজ খান এবং আইপিই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, সহ-সভাপতি মোস্তাকিনুর রহমান চৌধুরী আকাশ ও সাধারণ সম্পাদক নাঈম আশরাফ।