News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে সিলেট নিয়োগপ্রাপ্ত ভারতের সহকারী হাই কমিশ

Date : 30 Sep 2018

আজ ৩০ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে সিলেট নিয়োগপ্রাপ্ত ভারতের সহকারী হাই কমিশনার জনাব এল. কৃষ্ণমূর্তি সৌজন্য সাক্ষাৎ করেন। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ তাঁর অফিসে সহকারী হাই কমিশনার জনাব এল. কৃষ্ণমূর্তিকে স্বাগত জানান। মাননীয় ভাইস চ্যান্সেলর ভারতের সহকারী হাইকমিশনারকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থানের বিষয়টি তুলে ধরেন এবং ভারতীয় শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে তাঁকে অবহিত করেন। বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও গবেষণা বিষয়েও তাঁরা আলোচনা করেন।