আজ ৩০ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের এফইটি কালচারাল ইভিনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কখনই পরীক্ষায় ড্রপ দিবে না। আর আমরা ইতোমধ্যে তোমাদের ড্রপের সুযোগ বন্ধ করে দিয়েছি। আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের গ্র্যাজুয়েশন শেষ করতে পার।
Copyright © 2025