News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে রসায়ন বিভাগের ২৮তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

Date : 02 Oct 2018

আজ ২ অক্টোবর, ২০১৮ তারিখ বিকাল সাড়ে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে রসায়ন বিভাগের ২৮তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। এর পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে তোমরা অংশগ্রহণ করতে পার। তবে অবশ্যই - র্যা গিং, যৌন হয়রানি, মাদক, জঙ্গিবাদ, কোর্স ড্রপ-এ পাঁচটি কাজের সাথে তোমরা জড়িত হবে না। এসবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সবসময় কঠোর অবস্থান থাকবে।