News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের গবেষণা প্রকল্পের আয়োজনে "Student use off-class hours in campus and its effectiveness: a cas

Date : 01 Nov 2018

আজ ১ নভেম্বর, ২০১৮ তারিখ সকাল ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ইংরেজী বিভাগের গবেষণা প্রকল্পের আয়োজনে "Student use off-class hours in campus and its effectiveness: a case study on the department of English students at SUST” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ সেমিনারে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কার্যকরী গতিশীলতা, সময়োপযোগী পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ইংলিশ লেংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠার জন্য ৩০ লক্ষ টাকা বাজেট বরাদ্দের সুপারিশ করা হয়েছে। আজকের এই সেমিনার ছাত্র-ছাত্রী তথা শিক্ষকদের সময়োপযোগী পরিবর্তনের জন্য মানসিক শক্তি দেবে।