News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ২টি নতুন বাসের শুভ উদ্বোধন

Date : 01 Nov 2018

আজ ১ নভেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৪ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ প্রশাসন ভবন-২ এর সামনে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ২টি নতুন বাসের শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জন ও যথাযথ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জোরদার কর্মপরিকল্পণা গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয় পরিবহনপুলে নতুন ২টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস যুক্ত হলো। ইতোমধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ২টি বাস যুক্ত হয়েছে। এ বছরের মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য আরোও ৩টি বাস ক্রয়সহ মোট ৫টি নতুন বাস পরিবহনপুলে যুক্ত করার পরিকল্পণা রয়েছে।