আজ ২১ নভেম্বর, ২০১৮ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ বিশিষ্ঠ শিল্পপতি, সমাজসেবী, জনদরদী, শিক্ষানুরাগী ও দাতা জনাব আব্দুল কাদির মোল্লার সাথে বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় সিনেট কক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জনাব আব্দুল কাদির মোল্লা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়ে গুনীজনদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আজ বড় গর্ববোধ করছি। বিশ্বায়নের এই যুগে কার্যকরী শিল্পায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমার শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি অতি শীঘ্রই করা হবে ।আমার এ বিশ্ববিদ্যালয়ে আগমনের স্মৃতির স্বাক্ষর স্বরুপ শিক্ষকদের জন্য তিনটি এসি বাস, নিজ দায়িত্বে একটি মসজিদ এবং ছাত্রদের জন্য নির্দিষ্ট সংখ্যক বাস প্রদানের জন্য প্রত্যয় ব্যাক্ত করছি।
Copyright © 2025