News and Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ “আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯" -এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

Date : 22 Jan 2019

আজ ২২ জানুয়ারি, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ -এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দুপুর ১.০০ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর মহোদয় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও উৎসাহিত করে আসছে। এবছর খেলাধুলা খাতে অর্থ বরাদ্ধ বৃদ্ধির পাশাপাশি সকল বিভাগে আলাদা ভাবে খেলাধুলা খাতে অর্থ বরাদ্ধ রাখা হবে।