News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনোভেশন এন্ড এডুকেশন’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের শুভ উদ্বোধন

Date : 25 Jan 2019

আজ ২৫ জানুয়ারি, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ‘ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনোভেশন এন্ড এডুকেশন’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ। সকাল ১০টায় সেন্ট্রাল অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ কনফারেন্স আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার একটি ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। আর এ কনফারেন্স সরকারের কর্মপ্রচেষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।