আজ ০৫ ফেব্রুয়ারি ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে সরকার ঘোষিত জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯ উদ্যাপন করা হয়। এ উপলক্ষে গ্রন্থাগার ভবন সুসজ্জিত করা হয় এবং রাতে আলোক বিচ্ছুরণের ব্যবস্থা করা হয়। সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে নিয়ে এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। গ্রন্থাগার ও গ্রন্থ বিষয়ক বিভিন্ন স্লোগান সম্বলিত সুদৃশ্য প্ল্যাকার্ড এবং জাতীয় গ্রন্থাগার দিবসের লগো সম্বলিত ক্যাপ মাথায় দিয়ে চমৎকার ব্যানার নিয়ে র্যা লিটি গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয়। র্যা লিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রক্টর প্রফেসর জহীর উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানবৃন্দ, জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke