News & Events

শাবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Date : 07 Oct 2024

আজ সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন পরিষদের আয়োজনে মিনি অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী । প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, আমাদেরকে নবীজির আর্দশে উদ্বুদ্ধ হতে হবে । সবাইকে নামাজ পড়তে হবে এবং নামাজ কায়েম করতে হবে। সকল বন্ধু-বান্ধব মিলে পড়তে হবে। রমজানে রোজা রাখতে হবে। একই সাথে ভেদাভেদ ভুলে সবার মাঝে ভাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে ঈদে মিলাদুন্নবী আয়োজন করায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি । নবীজি (সঃ) সমস্ত শিক্ষকদের শিক্ষক । আল্লাহ যেন আমাদের তৌফিক দেন যেন উনার আর্দশে চলতে পারি । আল্লাহ তাআলা নবীজি সর্ম্পকে জানার ও বুঝার তৌফিক দান করেন এ প্রত্যাশা জ্ঞাপন করছি । এছাড়া জুলাই বিপ্লবের শহীদদের আত্নার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনা করেন। তিনি এই বিপ্লবে এখনো যারা নিখোঁজ আছেন তাদের দ্রুত সন্ধান প্রত্যাশা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস শরীফ পড়ার অনুরোধ করেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মুহিনুল ইসলাম কুতুব । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, প্রধান আলোচক অধ্যাপক মাওলানা আব্দুল মোছাব্বিরসহ প্রমূখ । আলোচনা সভা সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক ।