আজ ১লা ফাল্গুন, ১৪২৪, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯.৩০ টায় ভাইস চ্যান্সেলরের প্রফেসর মো.ফরিদ উদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। সকাল ৯ টা ৪০ মিনিটে ভাইস চ্যান্সেলরের প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke