News & Events

ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ-এর নিকট বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর বিশেষ অতিথি সম্মাননা স্মারক হস্তান্তর

Date : 27 Feb 2019

আজ ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ সকাল ১১টায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ-এর নিকট বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর বিশেষ অতিথি সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের জিএম সাজ্জাদ হোসেন, জিএম মাকসুদা বেগম, বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট-এর সভাপতি বিনয় ভূষন রায়, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী আক্তার, যুগ্ম-সাধারন সম্পাদক রাজেস্বর ভট্রাচার্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১-৪ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংককের গভর্ণর জনাব ফজলে কবির এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।