News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর শুভ উদ্বোধন

Date : 05 Mar 2019

আজ ৫ মার্চ, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল সাড়ে ১১টায় দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক সুস্থ্যতা নিশ্চিত হয় এবং একইসাথে তাদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত হয়। তবে খেলায় অংশগ্রহণ করে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।