আজ ১১ মার্চ, ২০১৯ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল মাঠে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০১৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ফাইনালে বিজয়ী ও অংশগ্রহনকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলার মাধ্যমে ভাতৃত্ববোধ তৈরি হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করার লক্ষ্যে ইতোমধ্যে প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। সুষ্ঠ ও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাই।
Copyright © 2025