News & Events

বাংলা বিভাগের সাহিত্য বিষয়ক সংগঠন অবিদ্যার আয়োজনে মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে স্মারক বক্তৃতামালার উদ্বোধনী অনুষ্ঠিত

Date : 13 May 2024

১৩মে, ২০২৪তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ বেলা ৩ টা ৩০ মিনিটে মিনি অডিটরিয়ামে বাংলা বিভাগের সাহিত্য বিষয়ক সংগঠন অবিদ্যার আয়োজনে মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে স্মারক বক্তৃতামালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর বলেন, মুসলিম সাহিত্য সমাজ ছিল বাংলাদেশের একটি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের দল বা সংগঠন। ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।এটি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান ঢাকা কলেজ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও শিক্ষকের দ্বারা প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজের কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ , আবুল হুসেন প্রমুখ। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিলো বার্ষিক প্রকাশিত শিখা পত্রিকা। ইতিহাসে মুসলিম সাহিত্য সমাজের গুরুত্বপূর্ণ ও মননশীল ভূমিকা আছে। উদ্বোধনী বক্তৃতামালার বিষয়বস্তু ছিল বুদ্ধির মুক্তির আন্দোলনের ঐতিহাসিক প্রক্ষাপট এবং প্রাসঙ্গিকতা । এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগে প্রফেসর ড. জফির সেতুু, স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শফিকুর ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।