আজ ৬ এপ্রিল, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এ বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলনেরদের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় শাবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী ড.দিপু মনি ভাইস চ্যান্সেলরদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় গুলো হতে শুধুমাত্র গ্রেজুয়েটস বের হবে না। তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে যাতে আদর্শ মানুষ হতে পারে সে পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ যাতে বিশ্ববিদ্যালয়গুলোতে বজায় থাকে সেদিকে নজর দিতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো সামাজিকব্যধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখার ব্যবস্থা নিতে হবে।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke