News & Events

প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এর কোষাধ্যক্ষ পদে যোগদান

Date : 11 Apr 2019

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭.০০.০০.০০.০৮০.১১.০০১.১৯.১২৫ তারিখ ১১/০৪/২০১৯ এর প্রেক্ষিতে আজ ১১ এপ্রিল, ২০১৯ তারিখ এই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম কোষাধ্যক্ষ পদে যোগদান করেন। ইতোপূর্বে তিনি গণিত বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, ছাত্র হলের প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সিলেট সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সরকার কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কোষাধ্যক্ষ হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।